how to get rid of cockroaches from home forever

বাড়ি থেকে চিরতরে ছারপোকা দূর করার উপায়

ছারপোকা এমন একটি পোকা যেটি বাড়িতে একবার বংশবিস্তার শুরু করলে সেটি তাড়ানো বেশ কঠিন। ছোট আকৃতির কালচে বাদামী রঙের পরজীবী স্বভাবের এই পোকাটির মূল খাদ্য হলো মানুষের রক্ত। আমাদের বাড়ির কিছু জায়গা ছারপোকার বংশবিস্তারের জন্য সবচাইতে অনুকূল। সেগুলো হচ্ছে আমাদের বিছানা, জাজিম, মশারি, লেপের কভার, সোফা, বালিশ ইত্যাদি।
এগুলোর পাশাপাশি পুরনো কাঠের আসবাবপত্রের ভেতরেও ছারপোকার উপদ্রব লক্ষণীয়। একটি গবেষণায় দেখা গেছে, বাড়িতে ছারপোকা হলে সেটি চিরতরে দূর করার কাজটি সময়সাপেক্ষ এবং বেশ কঠিন। তবে কঠিন হলেও কাজটি কিন্তু অসম্ভব নয়। আজকের লেখায় আমি আপনাদের জানাব বাড়ি থেকে চিরতরে ছারপোকা দূর করার উপায় সম্পর্কে। আশা করছি আজকের এই লেখাটি সবার উপকারে আসবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করছি।
বাড়ি থেকে ছারপোকা দূর করার উপায় হিসেবে আমি প্রথমেই বলবো যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে। আপনার বাড়ির ঘরগুলোর প্রতিটি কোণা ধরে ধরে নিয়মিত ঝাড়ু দিন এবং মুছুন। বিশেষ করে বিছানা ও সোফা যেখানে রয়েছে সে জায়গাটুকু যেন নোংরা ও অগোছালো না থাকে তা নিশ্চিত করুন। যদি সুযোগ থাকে তাহলে ঘরের তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি করে কিছু সময়ের জন্য রেখে দিন। এতে করে নিশ্চিতভাবেই ছারপোকা মরে যাবে।

SHOP AT CHAYA PEST CONTROL

Cockroach Killer

4.8/5

70 TK

Rat Killer

4.6/5

200 TK

Bed Bug Killer

5/5

750 TK

Fly Killer

4.6/5

80 TK

যেহেতু বিছানায় থাকা তোষক- জাজিম ধোয়া সম্ভব নয়, এ কারণে এগুলো কিছুদিন পরপর রোদে দেয়ার চেষ্টা করুন। পাশাপাশি বাড়িতে যে লেপ, কম্বল কিংবা শীতের কাপড় রয়েছে সেগুলোও কিছু দিন পরপর রোদে দিন। কারণ রোদের তাপে ছারপোকার বাঁচা কঠিন হয়ে পড়ে।
ছারপোকা তাড়াতে বিছানার চাদর, লেপের কভার কিংবা কাপড়-চোপড়, প্রতিটি জিনিসই নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখতে হবে। এক্ষেত্রে আমার পরামর্শ হলো ঠান্ডা পানিতে না ধুয়ে এগুলো ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। আপনারা নিশ্চয়ই জানেন ছারপোকা গরম সহ্য করতে পারে না। এ কারণে যদি গরম পানিতে ডিটারজেন্টের সাহায্যে এগুলো নিয়মিত ধুয়ে ফেলেন, তাহলে ছারপোকার সংখ্যা কমে যাবে।
অন্যান্য পোকার হাত থেকে মশারি টানিয়ে নিস্তার পাওয়া গেলেও ছারপোকার ক্ষেত্রে সেটি সম্ভব নয়। কারণ মশারির মধ্যেও ছারপোকা থাকে। অনেকেই মশারি ও মশারির কভার একবার কিনলে তা আর ধুতে চাননা। এটি মোটেও করা যাবেনা। প্রতি সপ্তাহে অন্তত একবার গরম পানি ও ডিটারজেন্টের সাহায্যে মশারি ধুয়ে ফেলতে হবে।
শুধু তাই নয়, যেখানে লেপের কভার, বিছানার চাদর, পুরনো কাপড় কিংবা অতিথিদের জন্য অতিরিক্ত তোষক রাখা হয়, সেই লাগেজ বা ক্যাবিনেটগুলোও কয়েকদিন পর পর পরিষ্কার করুন। কারণ এ জায়গাগুলোতেই মূলত ছারপোকার আক্রমণ বেশি হয়।
যদি বাড়িতে কাঠের আসবাবপত্র থাকে এবং সেগুলো বেশ পুরনো হয়, তাহলে সেখানেও ছারপোকা হতে পারে। তাই এগুলো নিয়মিত মুছুন এবং অবশ্যই মাঝেমধ্যে এমনভাবে রোদে রেখে দিন, যাতে করে এগুলোর পুরোটুকু অংশেই রোদের তাপ সমানভাবে পড়ে। এতে করেও ছারপোকার উপদ্রব কিছুটা হলেও কমবে।

ছারপোকা তাড়ানোর উপায় হিসেবে সর্বশেষ উপায়টি হলো ছারপোকা মারার ওষুধ ব্যবহার করা। ছারপোকা মারার জন্য খুব কার্যকরী একটি ওষুধ হলো Kangyu Kill Insect. উচ্চমানের এই ওষুধটির কোনো সাইড ইফেক্ট না থাকায় এটি পরিবেশবান্ধবও বটে৷ এটি ব্যবহার করলে কিছুদিনের মাথায়ই বাড়িতে ছারপোকার সংখ্যা কমে যেতে শুরু করবে এবং একসময় বাড়িতে একটি ছারপোকাও থাকবেনা।

এটুকুই ছিলো বাড়ি থেকে ছারপোকা তাড়ানোর উপায় সম্পর্কে আজকের আলোচনা। এক্ষেত্রে আপনাদের জেনে রাখা ভালো, বাড়ি থেকে কখনোই একদিনে ছারপোকা দূর করা সম্ভব নয় বরং এর জন্য প্রয়োজন যথেষ্ট সময় এবং ধৈর্য্য।
তাই বাড়িতে ছারপোকার সংখ্যা খুব বেশি বেড়ে গেলে আমার দেখানো উপায় অনুযায়ী আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি সব সময় যতটুকু সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করুন। তাহলেই দেখবেন বাড়িতে ছারপোকার সংখ্যা ধীরে ধীরে কমে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top