what happens when a bed bug bites

ছারপোকা কামড়ালে কি করতে হয়?

ছারপোকা হলো ছোট আকৃতির কালচে বাদামি বর্ণের একটি পরজীবী পতঙ্গ যা মানুষের রক্ত পান করে বেঁচে থাকে। বাড়িতে একবার ছারপোকা বংশ বিস্তার শুরু করলে তা কমানো বেশ ঝক্কির। বিশেষ করে যেসব জায়গায় মানুষ বসে থাকে কিংবা শুয়ে থাকে সেখানে এটির উপদ্রব খুব বেশি লক্ষণীয়। যারা এ ছারপোকার কামড় খেয়েছেন তারা জানেন এটি কতটুকু অস্বস্তি ও যন্ত্রণা তৈরি করতে পারে। তাই আজকের লেখায় আপনাদের জানাবো ছারপোকা কামড়ালে কি করতে হয় সে সম্পর্কে৷ আশা করি যাদের বাড়িতে ছারপোকার উপদ্রব রয়েছে তাদের এই লেখাটি উপকারে আসবে৷

ছারপোকা কিভাবে কামড়ায়?

ছারপোকা সাধারণত রাতের বেলা মানুষকে কামড়ায় ও রক্ত পান করে। আমরা বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করলেও ছারপোকার ক্ষেত্রে মশারি কোন কাজে আসে না। কারণ মশারির ভেতরেও ছারপোকা থাকে। তাছাড়া বিছানা, তোষক জাজিম, ফোমের সোফা ইত্যাদির ভেতরে ছারপোকা দেখতে পাওয়া যায়। বিশেষ করে বিছানা ছারপোকার প্রিয় জায়গা বলেই গণ্য করা হয়। যখন আমরা রাতে ঘুমাই, তখনই ছারপোকা আমাদের কামড় দিয়ে থাকে।
মানুষের শরীরের বিশেষ কিছু জায়গাতে ছারপোকা কামড় দেয়। যেমনঃ মুখ, হাত কাঁধ, গলা ইত্যাদি জায়গাতে।

ছারপোকার কামড় বোঝার উপায় কি?

এবার আসা যাক ছারপোকা কামড়ালে আপনারা কিভাবে সেটি বুঝতে পারবেন সে সম্পর্কে৷ সত্যি বলতে অনেক মানুষ রয়েছেন যারা ছারপোকার কামড় খাওয়ার পরেও কোনরকম অস্বস্তি বোধ করেন না। তবে যাদের ত্বক সংবেদনশীল কিংবা সেনসিটিভ, তাদেরকে ছারপোকা কামড়ালে তারা বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়্যাকশনের সম্মুখীন হয়ে থাকেন৷
তবে বেশির ভাগ মানুষকে ছারপোকা কামড়ালে তাদের শরীরে ছোট ছোট লাল রঙের বাম্পস বা ফুলে ওঠা অংশ দেখা যায়। শরীরের যেখানে ছারপোকা কামড়ায় সেই অংশটি ফুলে যায় এবং সেখানে চুলকানিও হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট বা জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে সেগুলো অনেকটাই বিরল।
অনেকের মনে একটি প্রশ্ন থাকে সেটি হচ্ছে ছারপোকার কামড় বিপদজনক কিনা৷ এর উত্তর হচ্ছে ছারপোকার কামড় থেকে কোন রোগের জীবাণু আমাদের দেহে প্রবেশ করে না। তবে যাদের অ্যালার্জি ও হাঁপানির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে রিঅ্যাকশন দেখা দিতে পারে।

SHOP AT CHAYA PEST CONTROL

Cockroach Killer

4.8/5

70 TK

Rat Killer

4.6/5

200 TK

Bed Bug Killer

5/5

750 TK

Fly Killer

4.6/5

80 TK

ছারপোকা কামড়ালে কি করবেন?

ছারপোকার কামড় থেকে যেন কোন রকম ইনফেকশন না হতে পারে, সেটি নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব প্রাথমিক চিকিৎসা নিতে হবে। সবার শুরুতে কামড়ের স্থানটি ক্লিন করে নিতে হবে। এই কাজটি করতে সাবান পানি ব্যবহার করতে পারেন।
যদি চুলকানি হয়, সেক্ষেত্রে এই পোকার কামড়ের স্থানটি নিরাময় করতে যেকোনো হাইড্রোকর্টিসোন ক্রিম কিংবা অ্যান্টি ইচিং ক্রিম ইউজ করতে পারেন। এ ক্রিম কেনার জন্য আপনাদের কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন হবেনা। তাই যেকোনো ফার্মেসিতে গেলেই কিনে নিতে পারবেন। এই ক্রিম নিয়ম মেনে ব্যবহার করলে দিন সাতেকের ভেতরেই আক্রান্ত স্থান সেরে যায়। এক্ষেত্রে সবার জন্য একটি পরামর্শ থাকবে। সেটি হচ্ছে ছারপোকা কামড়ালে আক্রান্ত স্থানে যতই চুলকানি হোক খুব জোরে চুলকানো যাবে না। চুলকালে স্থানটি ছিলে যেতে পারে।
ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করার মাধ্যমেও ছারপোকার কামড়ানো স্থানটির ক্ষত নিরাময় করা যায়। যেমন দাঁত ব্রাশ করতে ব্যবহার করা টুথপেস্টে মেন্থলের উপস্থিতি থাকে। এ কারণে এটি যেকোনো ক্ষতস্থানের চুলকানি ও জ্বালাপোড়া কমাতে সহায়ক৷ তাই ছারপোকা কামড়ালে সে স্থানে টুথপেস্ট অ্যাপ্লাই করে দশ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলতে পারেন।
টুথপেস্ট এর পাশাপাশি মাউথওয়াশও কিন্তু খুব ভালো কাজ করে। মাউথওয়াশে থাকা ইথানল আক্রান্ত স্থানের জ্বালাপোড়া অনেকটা কমিয়ে দেয়। যদি মাউথওয়াশ ব্যবহার করতে চান, তাহলে তুলা ছিঁড়ে সেটি দিয়ে ছোট ছোট বল তৈরি করে সেই বলের মধ্যে মাউথওয়াশ নিন। তারপর সেই তুলার বল দিয়ে আক্রান্ত স্থানে আলতো করে ঘষুন। এই কাজটি প্রতিদিন দুইবার করে করুন।
এছাড়াও ছারপোকা কামড়ালে সেই স্থানে যদি প্রতিদিন দু’বার করে লবণ ঘষা হয়, তাহলেও চুলকানি ও ফোলা ভাব কমে যায়।
তবে সাত দিন পরেও যদি ফোলা বা চুলকানি না কমে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। যদি কোনোভাবে কামড় থেকে ইনফেকশন হয়, তাহলে ডাক্তারের পরামর্শ মেনে চলুন।

এটুকুই ছিলো ছারপোকা কামড়ালে কি করবেন সে সম্পর্কিত আজকের আলোচনা। ছারপোকার কামড়ের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বাড়ি থেকে ছারপোকার বংশ চিরতরে দূর করা। এটি করার জন্য অবশ্যই ভালো মানের ছারপোকা মারার ঔষধ ব্যবহার করুন। ছারপোকা মারার দারুন কার্যকরী একটি ঔষধের নাম হচ্ছে Kangyu Kill Insect.এই ঔষধটি ধৈর্য্য ধরে কিছুদিন ব্যবহার করলে বাড়ি থেকে ছারপোকার উপদ্রব চিরতরে দূর করা সম্ভব। তাই একবার হলেও এই ঔষধটি ব্যবহার করে দেখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top