বাড়িতে একবার ছারপোকার উপদ্রব হলে সবার রাতের ঘুম যেন হারাম হয়ে যায়। কারণ রাতে ঘুমানোর পর বিছানা কিংবা মশারিতে থাকা ছারপোকা দলে দলে আমাদের কামড়াতে শুরু করে। যেহেতু এই পোকা রক্ত পান করে জীবন ধারন করে থাকে, সেকারণেই এটি আমাদের মুখ, হাত-পা কিংবা গলায় কামড় দিয়ে থাকে। ছারপোকা কামড়ালে সেখান থেকে অ্যালার্জি জনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে৷ আবার এই পোকার কামড়ে অনেকে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। তাহলে বাড়িতে ছারপোকার উপদ্রব হলে কি করা যায়? আজকের লেখায় আপনাদের জানাবো একটি ছারপোকা মারার ওষুধ সম্পর্কে, যেটি ব্যবহার করার মাধ্যমে আপনারা অল্প কিছু দিনের ভেতরেই বাড়িতে ছারপোকার উপদ্রব একেবারেই নির্মূল করতে সক্ষম হবেন।
ছারপোকা তাড়ানো কি খুব কঠিন?
ছারপোকা মারার ওষুধ (ছারপোকা মারার ম্যাজিক পাউডার)
আশা করি সবাই এতক্ষণে বুঝতে পেরেছেন যে ঠিক কোন কোন কারনে বাড়িতে ছারপোকার উপদ্রব হলে আপনারা সহজে সেগুলো তাড়াতে পারেন না। তবে চিন্তার কোন কারণ নেই। এখন আমি আপনাদেরকে এমন একটি ছারপোকা মারার ওষুধ সম্পর্কে জানাবো যেটি ১০০ ভাগ কার্যকরী। এবং এটি ছারপোকা মারার ম্যাজিক পাউডার হিসেবেও পরিচিত। এই ওষুধটির নাম হচ্ছে Kangyu Kill Insect Bed Bug.
ছারপোকা মারার অন্যান্য ওষুধের সাথে এই ওষুধের মূল পার্থক্য হচ্ছে এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ হলেও এটির সাইড ইফেক্ট অনেক কম। সাধারণত বাজারের অন্যান্য ওষুধের মধ্যে বিষাক্ততা বেশি থাকে। এ কারণে সেসব ওষুধ ব্যবহার করা হলে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে। তবে Kangyu Kill Insect Bed Bug ওষুধে পরিবেশ দূষণ হওয়ার কোন সম্ভাবনা নেই। পাশাপাশি এটি খুব সহজে ব্যবহার করা যায়। শুধু তাই নয়, এটিতে অন্যান্য ওষুধের মতো কোনো উৎকট গন্ধও নেই।