what to do if bitten by a musk shrew

চিকা কামড় দিলে করণীয়, চিকা কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়?

আমাদের দেশে যে কয়টি প্রাণী সবখানে দেখতে পাওয়া যায় সেগুলোর মধ্যে চিকা অন্যতম। চিকা দেখতে অনেকটা ইঁদুরের মতো বলে অনেকেই ইঁদুর আর চিকাকে একই প্রাণী বলে মনে করেন। আজকের লেখায় আমরা জানবো চিকার সাধারণ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। একই সাথে জানবো চিকা কামড়ালে কি করণীয় এবং চিকা কামড়ালে ভ্যাকসিন নেয়া প্রয়োজন কিনা সে সম্পর্কেও।
লেখার শুরুতেই চিকা সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নিনঃ

১। চিকা একটি ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী।
২। এদের সারা দেহে কোমল ধরণের লোম বা পশম বিদ্যমান।
৩। ইঁদুরের মতোই চিকার দাঁতও অত্যন্ত ধারালো, একই সাথে এটি শক্তিশালীভাবে থাবা দিতেও সক্ষম।
৪। চিকার বিভিন্ন প্রজাতির মধ্যে দুটি প্রজাতি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাওয়া যায়। যেগুলো হলো ধূসর চিকা ও বামন চিকা। তবে ধূসর চিকাই সবচাইতে বেশি দেখতে পাওয়া যায়। সত্যি বলতে বামন চিকা এখন দুর্লভ প্রাণী নামেই পরিচিত।
এবার আসি চিকার আকৃতি নিয়ে। ধূসর চিকার আকৃৃতি ১৬ থেকে ২৫ ইঞ্চির মতো হয়, তাদের লেজের দৈর্ঘ্য আবার ৭ থেকে ১১ ইঞ্চির মতো। এদের একেকটির ওজন প্রায় ১.৫ থেকে ৪ lbs. (পাউন্ড)
৫। ধূসর চিকা কে ছুঁচো কিংবা গন্ধমূষিক নামেও ডাকা হয়ে থাকে। কারণ ধূসর চিকার কানের পেছনের গ্রন্থি থেকে উৎকট গন্ধের উৎপত্তি হয় এবং তা দ্রুতই চারপাশে ছড়িয়ে পড়ে।
৬। চিকা ফুল, ফলের বীজ, ছোট পোকা কিংবা পোকার ডিম খেয়ে জীবনধারণ করে।
৭। চিকা মূলত চার থেকে পাঁচ বছরের মতো বাঁচে।
৮। চিকা নিশাচর প্রাণী হিসেবে পরিচিত হলেও প্রয়োজনের খাতিরে এরা দিনের বেলাতেও চলাচল করে।
৯। চিকারা ইঁদুরের মতোই দল গঠন করে গর্তে বসবাস করে।
১০। একেকটি চিকার ছোট থেকে পূর্ণবয়সে যেতে সময় লাগে ছয় সপ্তাহের মতো।

চিকা কোথায় বসবাস করে?

চিকা হলো একটি গর্তজীবি প্রাণী। শহরে, গ্রামে কিংবা বনাঞ্চলে যেখানেই থাকুকনা কেন, এরা এদের পায়ের থাবার সাহায্যে খুব দ্রুত গর্ত তৈরি করতে পারে এবং এই গর্তই তাদের প্রধান আবাস্থল। এদের গর্ত বেশিরভাগ ক্ষেত্রেই বেশ গভীর হয়ে থাকে।

SHOP AT CHAYA PEST CONTROL

Cockroach Killer

Rated 4.8 out of 5

70 TK

Rat Killer

Rated 4.6 out of 5

200 TK

Bed Bug Killer

Rated 5 out of 5

750 TK

Fly Killer

Rated 4.6 out of 5

80 TK

চিকা কামড়ালে কি হয়?

চিকা কামড়ালে কামড়ের স্থানে চুলকানি, অ্যালার্জির সংক্রমণ,বিভিন্ন রোগ কিংবা ক্ষেত্রবিশেষে ইনফেকশন হয়ে যেতে পারে।
তাহলে চিকা কামড়ালে করণীয় কি? চিকা কামড়ালে শুরুতেই ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ভালোমতো পরিষ্কার করে যেকোনো ভালো মানের অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে হবে৷

চিকা কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়?

আসলে চিকা কামড়ালে সেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে যদি চিকার মধ্যে কোনো সংক্রামক ব্যাকটেরিয়া বা ভাইরাসের উপস্থিতি থাকে, তাহলেও সেটির কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে।
বিশেষ করে কোনো গ্রাম বা বন্য এলাকায় কাউকে চিকা কামড়ালে সেখান থেকে তার ক্ষতস্থানে ইনফেকশনের ঝুঁকি তুলনামূলকভাবে বেশিই থাকে। তাই পরামর্শ থাকবে চিকা কামড়ালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি টিটি ভ্যাকসিন নিয়ে নেয়ার। এতে করে যেকোনো ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top