বাড়িতে আরশোলার উপদ্রব

বাড়িতে খুব আরশোলার উপদ্রব?

তেলাপোকা কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যাবে বিভিন্ন নোংরা জায়গা থেকে এই পোকা আমাদের বাড়িতে আসে ও বংশ বিস্তার করে। তেলাপোকার অভিযোজন ক্ষমতা অনেক বেশি হওয়ায় এটি যেমন নর্দমা কিংবা কোন নোংরা জায়গায় থাকতে পারে, একইভাবে বাড়ির বিভিন্ন জায়গাতে যেমনঃ ডাইনিং টেবিলের নিচে ,দরজার আড়ালে, ফ্রিজের পেছনে, ওয়াশরুমে বা রান্নাঘরে তেলাপোকা দেখা যায়।
শুধু বাড়ির বিভিন্ন জায়গাতেই বলছি কেন, খাবার টেবিলের ওপরে রাখা খাবার কিংবা পাশে রাখা গ্লাসের ভেতর দিয়েও কিন্তু তেলাপোকা হেঁটে বেড়ায়।
অনেক সময় আমরা খাবার রান্না করার পর সেটি খাবার টেবিলে অথবা রান্নাঘরে রাখি কিন্তু খাবারের ওপর ঢাকনা দিতে ভুলে যাই। এসময় খাবারের গন্ধে আকৃষ্ট হয়ে তেলাপোকা উড়ে আসে কিংবা হেঁটে হেঁটে খাবারের ওপর বসে। তারপর বিভিন্ন রোগ জীবাণু খাবারের মধ্যে রেখে যায়, যেগুলো শরীরে প্রবেশ করলে নানারকম স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।

করণীয়:

SHOP AT CHAYA PEST CONTROL

Cockroach Killer

4.8/5

70 TK

Rat Killer

4.6/5

200 TK

Bed Bug Killer

5/5

750 TK

Fly Killer

4.6/5

80 TK

আপনার বাড়িতে যদি আরশোলার উপদ্রব বেশি থাকে, তাহলে বাসার সব সদস্যের কথা চিন্তা করে ভালো মানের কোন ঔষধ ব্যবহার করুন। ভালো মানের ওষুধেই কেবলমাত্র আরশোলা নিয়ন্ত্রণ করা সম্ভব। যা বছরে দুই থেকে তিনবার ব্যবহার করলেই যথেষ্ট।
এছাড়া আরশোলা হাঁটাচলা বা বসতে না পারে তা নিশ্চিত করার জন্য রান্না করা খাবার সঠিকভাবে ঢেকে রাখুন। দরকার হলে এমন স্থানে রাখুন সেখানে আরশোলা যেতে না পারে। এর পাশাপাশি যতটুক সম্ভব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত রান্নাঘর, বাথরুম, স্টোররুম এগুলো মুছে পরিষ্কার রাখুন। আরশোলা যেহেতু বাসি-পচা বা উচ্ছিষ্ট খাবারের অংশ খেয়ে বেঁচে থাকে তাই নিয়মিত রান্নাঘরের ময়লা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top