বাড়িতে ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হননি এমন মানুষের সংখ্যা খুবই কম। মাঝারি আকৃতির এই প্রাণীটি বাড়ির ক্ষতি তো করেই, উপরন্তু ইঁদুরের মাধ্যমে প্রায় ৬০ রকম রোগের জীবাণু মানবদেহে ছড়িয়ে পড়তে পারে। এসব কারণেই বাড়িতে ইঁদুর দেখা খেলে আমরা সবাই বিভিন্ন ইঁদুর মারার কৌশল প্রয়োগ করার চেষ্টা করি।
চারপাশে প্রচলিত ইঁদুর মারার কৌশল হিসেবে ইঁদুর মারার আঠা কিংবা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট বেশি ব্যবহার করা হয়। তবে এ কৌশলগুলো ব্যবহার করলে নানাবিধ বিপদের সম্ভাবনা থেকে যায়। আজকের লেখায় আমি আলোচনা করব কেন বাজারে থাকা ইঁদুর মারার আঠা কিংবা গ্যাস ট্যাবলেট আপনাদের ব্যবহার করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত।
ইঁদুর মারার আঠা ও ট্যাবলেট কেন ব্যবহার করা উচিত নয়
বাজারে আপনারা বিভিন্ন চটকদার বিজ্ঞাপনে ইঁদুর মারার আঠা ও ট্যাবলেট দেখতে পাবেন। যারা এগুলো বিক্রি করে তারা দাবি করে থাকে এগুলা ব্যবহার করলে নাকি সাথে সাথে ইঁদুর মারা যায়। কিন্তু বাস্তবতা হলো এটি যে এসব ওষুধ ব্যবহার করলে সেগুলো ইঁদুর মারার ক্ষেত্রে তেমন ভালো কাজ করে না।
আবার যদি কাজ করেও সেক্ষেত্রে দেখা যায় ইঁদুর মারা যাওয়ার পরে খুব বাজে দুর্গন্ধ ছড়ায়। অর্থাৎ বলা যেতে পারে এই ধরনের পণ্যগুলোকে ইঁদুর মারার জন্য খুব একটা কার্যকর পদ্ধতি বলা যায় না।
সত্যি বলতে ইঁদুর মারার আঠা কিংবা ট্যাবলেট এগুলো পুরোপুরি পরিবেশবান্ধব নয়। পাশাপাশি এগুলো যদি ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন ইঁদুরের সংখ্যাও সেভাবে কমবে না। মোটকথা এসব ওষুধ কিনলে টাকার অপচয় এবং একই সাথে পরিবেশেরও ক্ষতি হয়।
এসব কারণেই মূলত সবার প্রতি আমার পরামর্শ থাকবে ইঁদুর মারার কৌশল হিসেবে ইদুর মারার আঠা কিংবা ট্যাবলেট ব্যবহার না করতে। সবচেয়ে কম সময়ে বাড়িতে থাকার সব ইঁদুর মেরে ফেলতে আপনারা ব্যবহার করতে পারেন Brodifacoum Rat Killing Bait ওষুধটি।
এই ওষুধটি ব্যবহার করলে কোনরকম বায়ু দূষণ সৃষ্টি না করেই আপনাদের বাড়িতে থাকা ইঁদুর মেরে ফেলতে পারবেন। তাই চাইলে একবার হলেও এ ওষুধটি ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ওষুধে আপনারা এত বেশি উপকার পাবেন যে নিজেরা তো ব্যবহার করবেনই, পাশাপাশি বাকিদেরও ব্যবহার করতে সাজেস্ট করবেন।