rat repellent or what kills rats instantly

ইঁদুর মারার উপায় কি? সবচেয়ে কার্যকরী ইঁদুর তাড়ানোর ঔষধ সম্পর্কে জানুন

ধরুন আপনার খুব প্রিয় একটি শাড়ি অনেকদিন পর আলমারি থেকে বের করার পর দেখতে পেলেন শাড়িটি ইঁদুর কেটে কুটিকুটি করে ফেলেছে! কিংবা কোনো দরকারি কাগজ হয়তো রেখেছিলেন ড্রয়ারে, সেটিও ইঁদুরের আক্রমণে আর অবশিষ্ট নেই, কি ভয়ংকর ব্যাপার তাইনা? ইঁদুরের অত্যাচারে আমরা সবাই কমবেশি রীতিমতো অতিষ্ঠ। তাই ইঁদুর মারার উপায় কি এটি সবাই জানতে চেয়ে থাকেন৷ আজকের এই লেখায় আমি আপনাদের জানাবো একটিমাত্র ইঁদুর তাড়ানোর ঔষধ ব্যবহার করে ইঁদুর মারার উপায় সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক।

ইঁদুর আমাদের কি কি ক্ষতি করে?

ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার বংশ বিস্তার করতে শুরু করে, তাহলে এটি আমাদের আলমারি, ড্রয়ার কিংবা লাগেজে থাকা কাপড় চোপড় বা কাগজপত্র কেটে ফেলে।
শুধুমাত্র কাপড়চোপড় আর কাগজই বা বলছি কেন, আপনার টেবিলের ওপরে থাকা ইয়ারফোন, মোবাইল ফোনের চার্জার এমনকি ঘরে রাখা মাল্টিপ্লাগটিও কিন্তু ইঁদুর কেটে ফেলতে পারে। এমনকি আপনার ঘরের জাজিম, কুশন, সোফা ইত্যাদিও ইঁদুর তার দাঁত দিয়ে কেটে ফেলতে পারে চোখের পলকেই।
শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় আপনারা যদি খাবার ঢেকে না রাখেন অথবা ঘরে শাকসবজি কিংবা ফলমূল ছড়িয়ে ছিটিয়ে রাখেন ,তাহলে সেগুলোও ইঁদুর খেয়ে ফেলে বা মুখ দেয়ার চেষ্টা করে। অনেকেই অভিযোগ করে থাকেন তাদের ফসলের ক্ষেতেও ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে এবং ইঁদুর মহামূল্যবান ফসল দাঁত দিয়ে কেটে ফেলছে। এছাড়াও ইঁদুর যদি বাড়িতে থাকা বৈদ্যুতিক তার কেটে ফেলে, সেখান থেকে বড়সড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়।
আপনারা যদি ভেবে থাকেন ইঁদুর শুধুমাত্র আমাদের ঘরবাড়ি কিংবা ফসলের জমিরই ক্ষতি করে থাকে তাহলে আপনার ধারণা ভুল। ইঁদুরের লালা, লোম আঁচড়ের মাধ্যমে মানুষের দেহে বিভিন্ন রকম রোগের সংক্রমণ ঘটতে পারে। যেমন এলার্জি, হান্টাভাইরাস প্লেগ, টুলারেমিয়া ইত্যাদি।
জেনে রাখা ভালো, যদি বন্য ইঁদুর আপনাকে কামড়ে থাকে সেক্ষেত্রে আপনার র‍্যাবিস কিংবা জলাতঙ্ক রোগও হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন ইঁদুর আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। মূলত এসব কারণেই আমাদের বাড়িতে ইঁদুরের আক্রমণ হলে আমরা বিভিন্ন ইঁদুর মারার কৌশল প্রয়োগ করা শুরু করি।

ইঁদুর মারার ঔষধ সম্পর্কে জানুন

চলুন এবার আসা যাক আমাদের আজকের লেখার মূল অংশে, অর্থাৎ ইঁদুর মারার উপায় সম্পর্কে। আমি ইঁদুর মারার জন্য যে ওষুধটি সবাইকে অন্তত একবার হলেও ব্যবহার করে দেখার পরামর্শ দেবো তা হলো Brodifacoum Rat Killing Bait.
সরাসরি চায়না থেকে আমদানিকৃত আমাদের এই ইঁদুর মারার ঔষধ এর বিশেষত্ব হচ্ছে এটি একটি রেডি টু ইউজ ইঁদুর মারার টোপ হিসেবে কাজ করে। এ কারণে কেনার পরপরই আপনারা এটি খুব সহজে ব্যবহার করতে পারবেন।
এই ইঁদুর মারার ঔষধটি একটি অ্যান্টিকোয়ুল্যান্ট রডেন্টাইসাইড। এটি ইঁদুরের রক্তের প্রোথ্রোবিনের সংশ্লেষকে ধবংস করে দেয়, যার ফলে ভিসেরাল হেমোরেজে ইঁদুর মারা যায়। সুতরাং বলা যেতে পারে, কম সময়ে ইঁদুর মারতে ও একইসাথে বাড়িতে থাকা ইঁদুরের সংখ্যা কমাতে ঔষধটির কোনো জুড়ি নেই।

SHOP AT CHAYA PEST CONTROL

Cockroach Killer

4.8/5

70 TK

Rat Killer

4.6/5

200 TK

Bed Bug Killer

5/5

750 TK

Fly Killer

4.6/5

80 TK

এই ঔষধের আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি স্লো পয়জন। অন্যান্য ইঁদুর মারার ঔষধের মতো খাবার সঙ্গে সঙ্গে ইঁদুর মারা যায়না। ইঁদুর মরতে একটু সময় নিবে কিন্তু শতভাগ ইঁদুর মারা যাবে। ইঁদুর মারা গেলেও দেড় থেকে দুই দিনের মধ্যে কোন দুর্গন্ধ ছড়াবে না। ওই সময় ইঁদুর গুলি দূরে অথবা সামনে এসে পড়ে থাকবে তাই খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন।
এবার আসা যাক এই ইঁদুর মারার ঔষধ কিভাবে ব্যবহার করবেন সেটি নিয়ে। শুরুতেই আপনার বাড়িতে থাকা ইঁদুরের গর্ত বা ইঁদুর যেখানে সবচাইতে বেশি আসা-যাওয়া করে সে স্থান গুলো খুঁজে বের করুন। তারপর সেসব স্থানে এই ইঁদুর মারার ঔষধ ছিটিয়ে রাখুন। ঔষধ ছিটানোর এক থেকে দুই দিনের মাথায় ইঁদুর এগুলো খাওয়া শুরু করে এবং পরবর্তীতে পাঁচ থেকে সাত দিনের মাথায় এগুলো মারা যেতে শুরু করে।
অর্থাৎ আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে এই ঔষধ এর কার্যকারিতা দেখার জন্য আপনাদেরকে অন্ততপক্ষে সাত দিন ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে৷ একই সাথে এটিও জেনে রাখুন সবচাইতে ভালো ফলাফল পাওয়ার জন্য, অর্থাৎ চিরতরে ইঁদুর তাড়ানোর জন্য আপনাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
এই ঔষধটি ইঁদুর মারার ঔষধ হিসেবে যে কার্যকরী এটি আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে একদিনেই ফলাফল আশা না করতে। বরং এক সপ্তাহ একটু অপেক্ষা করুন তারপর নিজেই বাড়িতে ইঁদুরের সংখ্যা কমতে দেখা শুরু করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top