আমাদের বাড়িতে যেকোনো পোকামাকড়ের আক্রমণ হলেই আমাদের চেষ্টা থাকে যাতে করে যত দ্রুত সম্ভব সে পোকামাকড়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব হয়। বিশেষ করে ছারপোকা মানুষের দেহ থেকে রক্ত খেয়ে বেঁচে থাকে বলে যদি বাড়িতে এ পোকার সংখ্যা বেড়ে যায়, তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যেই এ পোকাগুলো যেভাবে হোক মেরে ফেলার চেষ্টা করি।
আপনারা ছারপোকা মারার জন্য বর্তমানে বাজারে ছারপোকা মারার স্প্রে দেখতে পাবেন। অনেকেই এই পোকা মারার স্প্রে কিনে নিজেরা তাদের বাড়িতে থাকা ছারপোকা মেরে ফেলতে চান। ছারপোকা মারার এই স্প্রেটি সবাইকে ব্যবহার করতে উৎসাহিত করার জন্য ঢালাওভাবে বিজ্ঞাপন প্রচার করা হলেও বাস্তবতা কিন্তু একটু ভিন্ন।
সাধারণত ছারপোকা মারার স্প্রে ব্যবহার করা হলে সেখান থেকে বিভিন্ন ঝুঁকি ও সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকের লেখায় আমরা জানবো ছারপোকা মারার স্প্রে কেন ক্ষতিকর সে সম্পর্কে বিস্তারিত।
ছারপোকা মারার স্প্রে কেন ব্যবহার করা যাবেনা?
সাধারণত কোন পোকা মাকড় মারার ওষুধ যদি স্প্রে বোতল এর মাধ্যমে বাজারজাত করা হয়, তাহলে আমরা বেশ খুশি হয়ে যাই৷ কারণ গুঁড়ো করা ওষুধের চাইতে স্প্রে বোতল ব্যবহার করা বেশ সহজ এবং এটি যে কেউই ব্যবহার করতে পারেন। তবে সত্য এটিই যে ছারপোকা মারার স্প্রে ব্যবহার করা মোটেও উচিত নয়।
তাই যখন এটি ব্যবহার করবেন, দেখতে পাবেন যে ছারপোকাগুলোর হয়তো কিছু মরেছে আর বাকি পোকাগুলো পালিয়ে গেছে। এর পাশাপাশি এই পোকা মারার স্প্রে গুলোর বেশিরভাগই ছারপোকার ডিম ধ্বংস করতে পারে না। এ কারণে এগুলো ব্যবহার করলে লাভ তো হয়ই না, বরং টাকা নষ্ট হয়।
এবার আসি ছারপোকা মারার স্প্রে এর ক্ষতিকর দিক নিয়ে। এই স্প্রে গুলোর সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসায় লাভ করার জন্য এসব স্প্রেতে ক্ষতিকর কিছু কেমিক্যাল ব্যবহার করে থাকেন, যেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।
তাছাড়া ছারপোকা মারার স্প্রে ব্যবহার করলে বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকিও দেখা দিতে পারে। শুধুমাত্র যারা স্প্রে ব্যবহার করছেন তারাই নয়, বরং কোনো ঘরে স্প্রে করার পর যদি কোনো মানুষ সেখানে প্রবেশ করেন, তাহলে তারাও অসুস্থ হয়ে পড়তে পারেন।
ছারপোকা মারার স্প্রে ব্যবহারের স্বাস্থ্যগত ঝুঁকি গুলো হচ্ছে মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, বমিভাব, অ্যালার্জি, নিঃশ্বাস নিতে সমস্যা ইত্যাদি। আর যাদের বাড়িতে শিশু, গর্ভবতী মহিলা কিংবা বয়স্ক মানুষ রয়েছেন, তাদের বাড়িতে এসব স্প্রে ব্যবহার করা আরো বেশি ঝুঁকিপূর্ণ।
নিরাপদ উপায়ে ছারপোকা মারার উপায় কি?
আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন ঠিক কোন কোন কারনে আপনাদের ছারপোকা মারার স্প্রে ব্যবহার করা উচিত নয়। নিরাপদ উপায়ে কোন সাইড ইফেক্ট ছাড়াই ছারপোকা মারার জন্য অনেক ধরনের মেডিসিন বাজারে আছে, তার মধ্যে বেস্ট একটা মেডিসিন হলো Kangyu Kill Insect.
এই ছারপোকা মারার ওষুধ ব্যবহারে আপনাদের কোন স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। এই ওষুধটি পুরোপুরিভাবেই পরিবেশ বান্ধব৷ উপরন্তু এই ওষুধটি ব্যবহার করলে নিশ্চিতভাবেই ছারপোকার ডিম সহ বাড়িতে থাকা সব ছারপোকা মারা যায়।
তাই এই ওষুধটি কিনে আপনার বাড়িতে যেখানে যেখানে ছারপোকার বিস্তার রয়েছে সেখানে প্রতি সাতদিন পরপর তিনবার করে ছিটিয়ে দিন এবং সম্ভব হলে হালকা করে ঘষে দিন। আশাকরি ১৫ থেকে ২১ দিনের মধ্যেই আপনারা উল্লেখযোগ্য ফলাফল দেখতে সক্ষম হবেন।
এটুকুই ছিলো আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা সবাই ছারপোকা মারার স্প্রে ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং আমার সাজেস্ট করা ওষুধটি একবার হলেও ব্যবহার করে দেখবেন। গ্যারান্টি দিচ্ছি, কেউ নিরাশ হবেন না!