তেলাপোকাকে কিন্তু আরশোলা নামে অনেকে ডেকে থাকেন। যদি বাড়িতে হঠাৎ করে খুব বেশি তেলাপোকার উপদ্রব দেখা যায়, তাহলে তার পেছনে থাকা মূল কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বাড়িতে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকা এবং যথাসময়ে তেলাপোকার বংশ নির্মূল করার কোন কার্যকর পদ্ধতি অবলম্বন না করা।
তেলাপোকার কামড় এড়ানোর জন্য বাড়িতে তেলাপোকার সংখ্যা কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তেলাপোকা সংখ্যা যত কম থাকবে, তেলাপোকা কামড় খাওয়ার সম্ভবনা তত কমে যাবে। কিন্তু এজন্য কি করা যেতে পারে?
শুরুতেই আমি পরামর্শ হিসেবে সবাইকে বলবো আপনার বাড়ি যথাযথভাবে পরিষ্কার পরিছন্ন রাখুন। একই সাথে তেলাপোকা কোথা থেকে আসে সেটি বোঝার চেষ্টা করুন এবং সে জায়গাগুলোর পরিছন্নতার দিকে মনোযোগ দিন।
বিশেষ করে বাড়ির রান্নাঘর, স্টোর রুম, এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী যেখানে থাকে সেই জায়গাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কখনোই বাড়িতে খুব বেশি ময়লা আবর্জনা জমতে দেবেন না। আর তেলাপোকার বংশ সম্পন্নভাবে নির্মূল করার জন্য অবশ্যই আসল ও ভালো মানের ঔষধ ব্যবহার করুন। তাহলেই আশা করি আর কেউ নিরাশ হবেন না।