তেলাপোকা তাড়ানোর উপায়

তেলাপোকা তাড়ানোর উপায় কি?

তেলাপোকার উপদ্রবের শিকার হননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন। তেলাপোকা বিভিন্ন ক্ষতিকর রোগজীবাণু ছড়িয়ে থাকে। তাই যদি কারো বাড়িতে তেলাপোকা একবার বংশবিস্তার করতে শুরু করে, তাহলে সেটি যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করা অত্যন্ত প্রয়োজন। তেলাপোকা তাড়ানোর অনেক উপায় রয়েছে। আজকের লেখায় আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সবচেয়ে দ্রুত ও কার্যকর উপায়ে আপনাদের বাড়ি থেকে তেলাপোকা তাড়াতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।

যেখানে যেখানে তেলাপোকা বসবাস করে

তেলাপোকা তাড়ানোর উপায় সম্পর্কে জানার আগে আপনাদের জানা প্রয়োজন তেলাপোকার আবাসস্থল সম্পর্কে। তেলাপোকা যেকোনো পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়ে বসবাস করতে পারে। একারণে যেমন কোনো উষ্ণ এলাকাতে তেলাপোকা দেখতে পাবেন, তেমনি ভাবে ঠান্ডা আবহাওয়া যুক্ত স্থানেও এটি বসবাস করে থাকে।
তাই আপনারা রান্নাঘরে তেলাপোকা দেখতে পাবেন, আবার ঘরের আলমারিতে ,ডাইনিং টেবিলের নিচে কিংবা ওয়াশরুমে তেলাপোকা দেখতে পাবেন। আবার ফ্রিজ, ওভেন, টোস্টার ইত্যাদি ইলেকট্রনিক সামগ্রীর ভেতরেও তেলাপোকা বসবাস করে থাকে। সুতরাং বুঝতেই পারছেন তেলাপোকা যেকোনো স্থানে ও যেকোনো আবহাওয়াতে বসবাস করতে সক্ষম।

ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার উপায়

আমাদের চারপাশে থাকা বেশিরভাগ মানুষই তেলাপোকা ঘৃণা করে। সেই তেলাপোকা যদি আমাদের ফ্রিজের ভেতর থাকা খাদ্য সামগ্রীর উপর দিয়ে হেঁটে বেড়ায়, তাহলে কেমন লাগে বলুন তো?
যেহেতু তেলাপোকা যেকোনো পরিবেশে থাকতে পারে, তাই মাঝেমধ্যে দেখা যায় আমাদের ফ্রিজের ভেতর তেলাপোকার উপদ্রব হচ্ছে। এটি আমাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য হুমকিস্বরূপ। তাই এখন আমরা জানবো কিভাবে ফ্রিজ থেকে তেলাপোকা দূর করা যায়।

SHOP AT CHAYA PEST CONTROL

Cockroach Killer

4.8/5

70 TK

Cockroach Killer Gel

4.5/5

500 TK

Bed Bug Killer

5/5

750 TK

Fly Killer

4.6/5

80 TK

যদি ফ্রিজের তেলাপোকার সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে শুরুতেই ফ্রিজের ভেতর থাকা সবকিছু বের করে ফ্রিজ একদম ফাঁকা করে ফেলুন। তারপর বোঝার চেষ্টা করুন ফ্রিজে কোন ধরনের তেলাপোকার উপদ্রব বেশি হয়েছে। তারপর সে অনুযায়ী পরিমাণ মতো তেলাপোকা মারার যে পাউডার রয়েছে, সেটি ব্যবহার করুন। এরপর যখন সব তেলাপোকা মরে যাবে, তখন ফ্রিজ ভালো মতো পরিষ্কার করে নিন।
আসলে ফ্রিজ থেকে তেলাপোকা দূর করার জন্য সতকর্তা হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। যেহেতু তেলাপোকা নোংরা পরিবেশে থেকে অভ্যস্ত, তাই যদি বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে এই প্রকার উপদ্রব অনেকাংশে কমানো সম্ভব হবে।
যদি ফ্রিজ থেকে তেলাপোকা দূর করতে চান, তাহলে সব সময় ফ্রিজ পরিষ্কার রাখুন। ১০-১৫ দিন পর পর ফ্রিজ একবার করে পরিষ্কার করুন। খেয়াল রাখুন কোনো শাকসবজি, তরি-তরকারি অথবা মাছ -মাংস যেন ফ্রিজে খুব বেশিদিন থেকে পচে যেতে না পারে। একই সাথে ফ্রিজে জমে থাকা অতিরিক্ত পানি বের করে ফেলুন।

রান্না ঘরে তেলাপোকা হলে কি করবেন?

রান্নাঘরে তেলাপোকা হওয়া বাড়ির গৃহিণীদের নিত্যদিনের অভিযোগ। যেহেতু রান্নাঘরে আমাদের প্রতিদিনের খাবার-দাবার রান্না হয়, তাই রান্নাঘর থেকে তেলাপোকা তাড়ানোর জন্য হতে হবে বাড়তি কৌশলী।
রান্নাঘরে তেলাপোকা হলে যদি সেগুলো কমাতে চান, তাহলে সব সময় প্রতিদিনের থালা-বাসন প্রতিদিন পরিষ্কার করে রাখুন। কখনোই একদিনের থালা-বাসন পরের দিন ধোয়ার জন্য জমিয়ে রাখবেন না। যখন রান্নাঘরের সব কাজ শেষ হয়ে যাবে, তখন রান্নাঘরের মেঝে, চুলা এবং অন্যান্য স্থান ভালো মতো মুছে রাখুন।
একইসাথে প্রতিদিনের যে ময়লা আবর্জনা জমে, সেটি ঐদিন রাতে ময়লার ব্যাগে ভরে ভালোমতো মুখ বন্ধ করে রাখুন , যাতে সেখানে তেলাপোকা কোন ভাবে পৌঁছাতে না পারে। এভাবে যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে ধীরে ধীরে তেলাপোকার উপদ্রব কমে যাবে।

আলমিরা থেকে তেলাপোকা তাড়ানোর উপায়

অনেক সময় দেখা যায় আমাদের আলমিরাতে তেলাপোকার উপদ্রব হয় এবং তখন তেলাপোকা আমাদের মূল্যবান কাপড়-চোপড় কেটে ফেলে। এটি যেন না হয় তা নিশ্চিত কর‍তে যখন আলমিরাতে তেলাপোকা দেখতে পাবেন, তখন আলমিরা থেকে সমস্ত জিনিসপত্র বের করে সেখানে তেলাপোকা মারার ঔষধ ব্যবহার করুন।

তেলাপোকা দূর করার ঔষধ সম্পর্কে জানুন

বড় ও ছোট তেলাপোকা যেমন আমাদের বাড়ির সুস্থ স্বাভাবিক পরিবেশ নষ্ট করে, তেমনি এটি থেকে নানা রকম রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। যেমনঃ যখন তেলাপোকা কামড়ায় তখন যাদের হাঁপানি বা এলার্জির সমস্যা রয়েছে, তাদের সমস্যা হয়। আবার তেলাপোকা হেঁটে বেড়ালে সেই খাবার খাওয়া হলে ডায়রিয়া বা টাইফয়েডের মতন মারাত্মক রোগ হতে পারে। তাই বাড়িতে তেলাপোকার উপদ্রব হলে সেসব তেলাপোকা মেরে ফেলা এ তেলাপোকা তাড়ানোর সবচাইতে কার্যকরী উপায়। আর এজন্যে প্রয়োজন ভালো মানের তেলাপোকা মারার ঔষধ।
তেলাপোকা দূর করার ঔষধ হিসেবে আমি এখন আপনাদেরকে একটি ঔষধ ব্যবহার করার পরামর্শ দেবো। এই ঔষধটি চায়না থেকে আমদানিকৃত এবং বাড়ি থেকে তেলাপোকার বংশ নির্মূল করার জন্য সবচাইতে দ্রুত কাজ করে।

তেলাপোকা দূর করার এই ঔষধটির নাম হলো Cockroach Killing Bait Powder. এটি ছোট বড় যেকোনো তেলাপোকা দূর করার পাশাপাশি তেলাপোকার মত দেখতে যে ছোট ছোট পোকা রয়েছে, যেগুলোকে আমরা চায়না তেলাপোকা বলে থাকি সেগুলোকেও মেরে ফেলতে সক্ষম।

বিস্কুটের গুঁড়ার মতো দেখতে এই ঔষধটি বাড়ির যেখানে তেলাপোকার বংশবিস্তার বেশি সেখানে কাগজের টুকরোর উপরে করে রেখে দিলে খুব কম সময়ের মধ্যে তেলাপোকা মরে যেতে শুরু করে। এটি ব্যবহার করার ২ থেকে ৩ দিনের মধ্যেই আপনারা ফলাফল দেখতে শুরু করবেন এবং ধৈর্য ধরে ৫ থেকে ৭ দিন ব্যবহার করলে পরবর্তী তিন থেকে ছয় মাস তেলাপোকা মুক্ত থাকবেন।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কি করলে আপনারা আপনাদের বাড়িতে থাকা তেলাপোকা তাড়াতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top