জার্মান তেলাপোকা
এই নামটি শুনতে কিছুটা অপরিচিত মনে হলেও আমি মোটামুটি নিশ্চিত যে আপনারা সবাই আপনাদের জীবদ্দশায় এ তেলাপোকাটি একবার হলেও দেখেছেন। কেন জানেন? কারণ জার্মান তেলাপোকা বর্তমানে পৃথিবীতে তেলাপোকার যতগুলো প্রজাতি রয়েছে সেগুলোর মধ্যে সবচাইতে পরিচিত একটি প্রজাতি। গোটা বিশ্বের প্রায় সব স্থানেই এটি দেখতে পাওয়া যায়। আমাদের দেশে বাসাবাড়ি, অফিস, স্কুল কলেজ, দোকান ইত্যাদি প্রতিটি জায়গাতেই এ তেলাপোকার উপদ্রব কমবেশি নজরে আসে। আজকের লেখায় আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা জার্মান তেলাপোকা চিরতরে দূর করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত ।
তেলাপোকার জীবনচক্র
চলুন শুরুতেই জার্মান তেলাপোকা ও এর জীবনচক্র সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক। অন্যান্য তেলাপোকার মতো জার্মান তেলাপোকারও ছয়টি পা এক জোড়া অ্যান্টেনা রয়েছে। এই তেলাপোকার গড়ন সমতল। আকৃতি ডিম্বাকার এই তেলাপোকার রং হালকা বা গাঢ় বাদামি , যেটিকে ইংরেজিতে ট্যান রং বলা হয়ে থাকে।
যদি জার্মান তেলাপোকার আকৃতি নিয়ে বলতে চাই, তাহলে বলা যায় এই তেলাপোকার আকৃতি আধা ইঞ্চি থেকে একটু বড় হয়ে থাকে।
জার্মান তেলাপোকা পোকা উষ্ণ এবং আদ্র আবহাওয়া পছন্দ করে। এর পাশাপাশি যেসব স্থানে খাবার পাওয়ার বেশি সম্ভবনা রয়েছে সেসব স্থানে এরা নিজেদের আবাস তৈরি করে থাকে। এই কারণে বাংলাদেশের বাসাবাড়িতে এটি অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন, যদি আপনাদের বাড়িতে এটি থেকে থাকে, তাহলে আপনারা খাওয়ার ঘরে, ওয়াশরুমে বা রান্নাঘরে তেলাপোকা দেখতে পাবেন।
এবার আসি জার্মান তেলাপোকার জীবন চক্র নিয়ে। যেখানে তেলাপোকা বসবাস করে সেখানেই তারা ডিম পেড়ে বংশবিস্তার করতে শুরু করে। তেলাপোকাটির বংশবৃদ্ধি অনেক দ্রুত হয়ে থাকে।
জার্মান তেলাপোকার জীবন চক্র অন্যান্য তেলাপোকার মতই তিনটি ধাপবিশিষ্ট। যেগুলো হলো ডিম, নিম্ফ অর্থাৎ ছোট তেলাপোকা এবং পরিণত অবস্থা। এই তেলাপোকা গুলোর জীবনকাল এক থেকে দেড় বছর পর্যন্ত।
তেলাপোকার জীবনচক্র
এই প্রশ্নের উত্তরে বলা যায় এই তেলাপোকার কামড় অতটা বিপদজনক না হলেও এই তেলাপোকার সংস্পর্শে আসা খাবার খাওয়া হলে সেখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও রোগ জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। একই সাথে যদি কেউ এই তেলাপোকার লালা বা এর সংস্পর্শে আসেন অথবা কামড় খেয়ে থাকেন, তাহলে তার এলার্জিক রিএকশন হতে পারে।
তেলাপোকার প্রিয় খাবার কি?
এবার আসি জার্মান তেলাপোকা কি খায় সেটি নিয়ে। এই তেলাপোকা সব ধরনের খাবার খেয়ে থাকে। মাছ, মাংস অথবা মিষ্টি খাবার থেকে শুরু করে তারা যেকোনো ধরনের খাবারে হজম করতে পারে তাদের পেটে থাকা থাকা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে।
জার্মান তেলাপোকা দূর করার ঔষধ
এবার আসি যদি বাড়িতে তেলাপোকার আক্রমণ হয়, তাহলে সেই তেলাপোকা তাড়ানোর উপায় নিয়ে। বাড়িতে খুব আরশোলার উপদ্রব হলে সেই উপদ্রব চিরতরে দূর করার জন্য সবার আগে কি করা প্রয়োজন জানেন ? তেলাপোকাগুলো মেরে ফেলার জন্য দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া।
সত্যি বলতে আপনারা যত ধরনের সতর্কতা অবলম্বন করুন না কেন, তেলাপোকা একবার যদি বাড়িতে বংশ বিস্তার করতে শুরু করে তাহলে সেই তেলাপোকা মেরে ফেলা ছাড়া কোনো উপায় অনুসরণ করেই পরিপূর্ণভাবে এগুলোর হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে না। দ্রুত সময়ে তেলাপোকা দূর করার এ কাজটি করার জন্য আপনাদেরকে অবশ্যই ভালো মানের কোনো তেলাপোকা দূর করার ঔষধের সাহায্য নিতে হবে।
তবে বাজারে তো অনেক ধরনের তেলাপোকা দূর করার ঔষধ রয়েছে। এগুলোর মধ্যে কোনটি বেছে নেবেন? অভিজ্ঞতার আলোকে বলতে পারি, বাজারে যেসব তেলাপোকা মারার ঔষধ পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই নকল এবং সেভাবে কার্যকরী নয়। তাই সেগুলো কিনলে সত্যিকার অর্থে টাকার অপচয় ছাড়া কিছুই হবে না।
তেলাপোকা মারার জন্য একটি ভরসাযোগ্য ঔষধ হচ্ছে Cockroach Killing Bait Powder. অত্যন্ত সাশ্রয়ী এবং একই সাথে অধিক কার্যকর এই ওষুধটি ব্যবহার করার মাত্র ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই আপনারা সন্তোষজনক ফলাফল দেখতে শুরু করবেন। তাই যদি বাড়িতে জার্মান তেলাপোকার উপদ্রব খুব বেশি বেড়ে যায়, তাহলে যেখানে যেখানে তেলাপোকা বেশি সেখানে এই ওষুধটি ধৈর্য্য ধরে ব্যবহার করতে শুরু করুন।
একইসাথে রান্নাঘরে, ওয়াশরুমে,স্টোর রুমে কিংবা শোবারঘরে যেন তেলাপোকা আর না হতে পারে সেজন্য সতর্কতা হিসেবে বাড়ির পরিছন্নতা নিশ্চিত করতে কাজ করুন। যতই আলসেমি লাগুক না কেন, নিয়মিত বাড়ির প্রতিটি ঘর ধুয়ে মুছে পরিষ্কার রাখুন। মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতাই তেলাপোকার প্রধান শত্রু। তাই যদি ভবিষ্যতে তেলাপোকার আক্রমণ এড়াতে চান, তাহলে ঘরবাড়ি পরিচ্ছন্নতা অবশ্যই নিশ্চিত করুন।
Dahao Fly Bundle
৳400.00 – ৳700.00 Select options This product has multiple variants. The options may be chosen on the product pageBedbug Spray
৳2,000.00Original price was: ৳2,000.00.৳1,500.00Current price is: ৳1,500.00. Add to cartDahao Cockroaches Killer Gel
৳700.00Original price was: ৳700.00.৳500.00Current price is: ৳500.00. Add to cartDahao Ant Killing Bait
৳80.00Original price was: ৳80.00.৳70.00Current price is: ৳70.00. Add to cart