what does a musk shrew eat and musk shrew poison

চিকা কি খায়? চিকা মারার পদ্ধতি কি? দারুণ কার্যকরী চিকা মারার ঔষধ সম্পর্কে জানুন

যদি আপনার বাড়িতে চিকার আক্রমণ হয়ে থাকে এবং আপনি চিকা মারার পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহী হোন, তাহলে এই লেখাটি আপনার জন্য। আজকের লেখায় আমরা জানবো একটি চিকা মারার ঔষধ ব্যবহার করে কিভাবে আপনারা বাড়িতে থাকা চিকা মেরে ফেলতে পারেন সে সম্পর্কে বিস্তারিত।
ইঁদুরের মতো দেখতে হলেও ইঁদুর আর চিকার মধ্যে কিছু অমিল লক্ষ্য করা যায়। যেমনঃ চিকা গর্ত তৈরি করে মূলত সেখানেই বসবাস করে। আর খাবারের দিক থেকে বলতে গেলে চিকা মূলত ছোট পোকামাকড়, ফুল ফলের বীজ, পাতা ইত্যাদি খেয়ে জীবন যাপন করে।
বাড়িতে চিকার গভীর গর্ত থাকলে বাড়ির পরিবেশ স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়। ফসলের জমিতে চিকা আক্রমণ করলে তারা ফসলের ক্ষেত ও ফসল দুটোরই ক্ষতি করে। এছাড়াও যদি চিকা মানুষকে কামড়ায়, সেখান থেকে নানারকম রোগজীবাণু মানবদেহে প্রবেশ করতে পারে। যেমনঃ টুলারেমিয়া, লেপ্টোস্পাইরসিস ইত্যাদি। এছাড়া এগুলোর কামড় থেকে ইনফেকশন হওয়ারও ঝুঁকি থাকে।
মূলত এসব কারণেই চিকা মারার পদ্ধতি জানতে সবাই এত আগ্রহী থাকেন। একটি চিকা মারার ঔষধ প্রয়োগেই বাড়িতে থাকা চিকা মেরে ফেলা সম্ভব।

Dahao Rat Killing Bait নামের এই ঔষধ দিয়ে চিকা ও ইঁদুর দুটোই মেরে ফেলতে পারবেন।
চায়না থেকে আমদানি করা একশোভাগ অথেন্টিক এই অ্যান্টিকোয়ুল্যান্ট রডেন্টাইসাইড চিকার রক্তে বিদ্যমান প্রোথ্রোবিন সংশ্লেষকে ধবংস করে চিকার মৃত্যু নিশ্চিত করে।

SHOP AT CHAYA PEST CONTROL

Cockroach Killer

4.8/5

70 TK

Rat Killer

4.6/5

200 TK

Bed Bug Killer

5/5

750 TK

Fly Killer

4.6/5

80 TK

এই চিকা মারার ঔষধের ব্যবহারবিধিও খুবই সহজ। এটি একটি রেডি টু ইউজ চিকা মারার টোপ, তাই ব্যবহার করার পর অল্প সময়ের ব্যবধানেই চিকারা এই টোপে ধরা দেয় ও মারা যেতে শুরু করে।
এবার আসা যাক এই ঔষধটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে। এই চিকা মারার ঔষধটি আপনি আপনার বাড়ি বা ফসলের জমিতে থাকা প্রতিটি চিকার গর্তে ছিটিয়ে রাখুন। এই চিকা মারার ঔষধ ছিটানোর এক থেকে দুই দিনের মাথায় চিকারা এগুলো খাওয়া শুরু করে এবং পাঁচ থেকে সাত দিনের মাথায় এগুলোর নিশ্চিত মৃত্যু হয়।
এটির আরেকটি উল্লেখযোগ্য বিশেষত্ব হচ্ছে এটি দিয়ে চিকা মারা গেলেও দেড় থেকে দুই দিনের মধ্যে কোন দুর্গন্ধ ছড়াবে না। পাশাপাশি এটি ব্যবহার করলেই সবচাইতে দ্রুততম সময়ে আপনারা বাড়িতে থাকা চিকার বংশ নির্বংশ করে দিতে পারবেন।

ইঁদুরের জন্য কার্যকারী ঔষধ

Dahao Rat Killing Bait

♨ Made in China

🚧 Net Weight: 50 g

💰 Price: 200 টাকা প্রতি প্যাকেট

▶️ডেলিভারি চার্জ প্রযোজ্য।

তাই সবার প্রতি পরামর্শ থাকবে বাজারের অন্যান্য নকল চিকা মারার ঔষধ না কিনে এই ঔষধের ওপর একবার হলেও ভরসা করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ধৈর্য্য ধরে ব্যবহার করলে আপনারা অবশ্যই ভাল ফলাফল পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top